হৃদয়টা ভালোবাসায় ভরে ওঠেছে : শ্রেয়া

০৫ জুন ২০২১

টুইটারে সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল লেখেন, 'পরিচয় করিয়ে দেই দেবায়ন মুখোপাধ্যায়ের সঙ্গে।

গত ২২ মে সে ভূমিষ্ঠ হয়েছে এবং আমাদের গোটা জীবনটা পাল্টে দিয়েছে। প্রথম ঝলকেই আমাদের হৃদয়টা ভালোবাসায় ভরে ওঠেছে, যেই ভালোবাসা মা-বাবারাই সন্তানের জন্য অনুভব করবেন।

একেবারে নিখাদ অফুরন্ত অনবদ্য এই ভালবাসা।'।


মন্তব্য
জেলার খবর