মন্তব্য
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জাহ্নবী কাপুর বলেন, তিনি তার মা তথা প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর দ্বারা অনুপ্রাণিত হয়েছেন।
জাহ্নবী বলেন, “আমার চারপাশে যারা রয়েছেন সবাই অনেক দক্ষ। আমার সহকর্মী, আলিয়া ভাট , সারা আলী খান থেকে আমার বোন পর্যন্ত সবাই আমাকে অনুপ্রেরণ জোগায় যা আমাকে কোনো কিছুর ওপর নির্ভর হতে বাধা দেয়।
জাহ্নবী বলেন, আমার মা বলতেন, ‘কখনোই কারো ওপর নির্ভর করবে না এবং নিজের পরিচয় নিজে তৈরি করো।’