মন্তব্য
করণ মেহরার স্ত্রী অভিনেত্রী নিশা রাওয়াল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে দাবি করেন, ‘আমি করণের ভাবমূর্তি নষ্ট করতে চাইনি।
কয়েক মাস আগে আমি করণের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারি। এমনকি ওদের শারীরিক সম্পর্কও রয়েছে বলে জানতে পেরেছি।
তবে বিয়ে বাঁচিয়ে রাখার জন্য বিষয়টি উপেক্ষা করেছিলাম। কারণ, আমি করণ এবং ওর বাবা-মাকেও ভালোবাসি। '