মন্তব্য
ভারতের তেলঙ্গানার রজান্যা জেলার থিমাপুর গ্রামে ২০ বছরের পুত্রবধূকে জড়িয়ে ধরে শাশুড়ি বলেছেন, ‘তোমারও করোনা হোক’। কয়েক দিন পরেই পরীক্ষা করে দেখা যায়, পুত্রবধূরও করোনা পজিটিভ।
হঠাৎ করে ছেলের বউয়ের কাছে এসে প্রথম বলেন, ‘আমি মরে গেলে তোমরা ভালো থাকতে চাও?’ বলেই জাপটে ধরেন বউকে।
কয়েক দিন আগে করোনা হওয়ায় শাশুড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব রেখে চলছিলেন পরিবারের সবাই। কিন্তু শাশুড়ির কোয়ারেন্টাইনের বিষয়টা পছন্দ হয়নি।
আনন্দবাজার পত্রিকা