জুটি বাঁধলেন ইমন-অপু

০৫ জুন ২০২১

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক ইমন জুটি বেঁধে অভিনয় করেছেন ‘এক বুক ভালবাসা’ নামের সিনেমায়। এর পরে আর তাদের একসঙ্গে সিনেমায় দেখা মিলেনি।

এবার আবার তারা জুটি বেঁধেছেন বহুমাত্রিক ব্যান্ডের মডেল হিসেবে। উত্তরায় রয়েল মালাবারের কার্যালয়ে গত ১ জুন  ফটোশুট অংশ নেন অপু-ইমন।

গৌতম সাহার কোরিওগ্রাফিতে রয়েল মালাবারের ড্রেস ও জুয়েলারি ব্যবহার করা হয়।


মন্তব্য
জেলার খবর