আগামী অর্থবছরের (২০২১-২২) প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির প্রতিক্রিয়াকে বিদ্বেষপ্রসূত কথামালার চাতুরি বলেই মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, তারা সরকারের ভালো কিছু দেখে না। শুক্রবার আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন । রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এর আগে প্রস্তাবিত বাজেট বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করেনি, ব্যবসায়ীদের দুই হাত ভরে দিয়েছে। প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, বাজেটের এ দিনে তারা পূর্ণিমার ঝলমলে আলোতে অমাবস্যার অন্ধকার দেখছে। তারা আবোল-তাবোল বকছে। দিনের আলোতে তারা অন্ধকার দেখে। এটা হচ্ছে বিএনপির দৃষ্টিভঙ্গি। চোখ থাকতেও তারা হাওয়া ভবনের কালো চশমা পরে থাকে। সে জন্য প্রকৃত চিত্র তাদের কালো চশমায় ধরা পড়ে না। করোনা সংকটকালে সামাজিক সুরক্ষা, জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে, সর্বস্তরের মানুষকে প্রাধান্য দিয়ে, সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়িয়ে এ বাজেট করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।
এমকে