আগামীতে নেয়ার পরিবর্তে ঋণ দেবে বাংলাদেশ

০৫ জুন ২০২১

যথেষ্ট সক্ষমতা অর্জন করায় বাংলাদেশ আগামীতে ঋণ নেয়ার পরিবর্তে ঋণ দেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে সারা দুনিয়ায় আলোচনা চলছে।শুক্রবার বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা যথেষ্ট ক্যাপাবল। ২০১৯ সালে আমরা বলেছি— সেদিন খুব দূরে নয়, যেদিন আমরা অন্য দেশকে ঋণ দেবো। তিনি জানান, ২০১৯ সালের জুলাইয়ে বৈদেশিক মুদ্র্রার রিজার্ভ ছিল ৩২ পয়েন্ট ৭ বিলিয়ন ডলার।  চার বিলিয়ন বেড়ে একবছর পর ৩২ থেকে ৩৬ বিলিয়নে দাঁড়ায় এ রিজার্ভ। গত ডিসেম্বরে সেটা ৪৩ পয়েন্ট এক বিলিয়ন ডলারে পৌঁছায়। আর গত বৃহস্পতিবার (৩ জুন) সেটা পৌছায় ৪৫ দশমিক ১ বিলিয়ন ডলারে। তিনি আরো জানান, প্রস্তাবিত বাজেটে জিডিপি হার ৭ দশমিক ২ শতাংশ ধরা হয়েছে। করোনাকালে জিডিপির এ প্রবৃদ্ধি অর্জন কঠিন হলেও সম্ভব।

এমকে


মন্তব্য
জেলার খবর