ধারদেনার মাধ্যমে আগামী অর্থবছরের (২০২১-২২) প্রস্তাবিত বাজেটের ঘাটতি পুরণ হবে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শুক্রবার বাজেটোত্তর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। প্রস্তাবিত এ বাজেটে ঘাটতি দেখানো হয়েছে ২ লাখ ১৪ হাজার কোটি টাকা।
পরিকল্পনামন্ত্রী জানান, আমাদের ধারের বাজার ভালো। ধার পরিশোধের রেকর্ডও ভালো। টাকা আনলে ঠিক সময়ে পরিশোধ করায় আমাদের সুনাম রয়েছে। সর্বোপরি বিষয়টি ভবিষ্যতের, ভবিষ্যতই বলে দেবে কীভাবে ঘাটতি পূরণ হবে। অন্যদিকে অর্থমন্ত্রী বলেন, বাজেটে করের হার কমানোর প্রস্তাব বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায় বাড়বে।
সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম যুক্ত ছিলেন।
এমকে