জুয়ার আসরে ৭ জুয়াড়ি আটক

০৫ জুন ২০২১

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় জুয়ার আসর থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (শুক্রবার দিনগত) রাত সাড়ে ১২টার  দিকে সদরের নাটাইপাড়া বউবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই বান্ডিল তাস, ছয়টি মোবাইল, ১০টি সিম ও নগদ ৪ হাজার ১০০ টাকা জব্দ  করা হয়। শনিবার দুপুরে র‌্যাবের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- বগুড়া সদরের মালতিনগরের শাহিন মিয়া (২৩) ও আকবর আলী (৪৬), গাবতলী উপজেলার সোনারায়ের এরশাদ (৩২), সোনাতলা উপজেলার মুলবাড়ির সিরাজুল ইসলাম (৩৫), গাইবান্ধা জেলার চুনিয়াকান্দির হাফিজার রহমান (৪৬), একই গ্রামের জেলাল মিয়া (২৮) ও একই জেলার কুঠিপাড়ার দুদু মিয়া (৫৮)।

সংবাদ বিজ্ঞপ্তিটিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। র‌্যাব ১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার কিশোর রায় বলেন, আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।


দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর