২৪ ঘণ্টায় ৪৩ করোনা রোগীর মৃত্যু

০৬ জুন ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৪৪৭ জনের। সুস্থ হয়েছেন এক হাজার ৬৬৭ জন করোনা রোগী।শনিবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে আট লাখ ৯ হাজার ৩১৪ জনের। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ৮০১ জন। সুস্থ হয়েছেন  সাত লাখ ৪৯ হাজার ৪২৫ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৬০ লাখ ৩৪ হাজার ২৬০টি।শনাক্তের হার ১৩ দশমিক ৪১।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১২ হাজার ৭৬৬টি,পরীক্ষা হয়েছে ১৩ হাজার ১১৫টি। শনাক্তের হার ১১ দশমিক শূন্য তিন ।মারা যাওয়া ৪৩ জনের মধ্যে পুরুষ ৩০ জন, নারী ১৩ জন। বিভাগ ভিত্তিক ঢাকা ও রাজশাহীতে ১২ জন, চট্টগ্রামে আট জন, খুলনায় পাঁচ জন, সিলেটে একজন, রংপুরে তিন জন এবং ময়মনসিংহে দুই জন রয়েছেন। সরকারি হাসপাতালে ৩৭ জন, বেসরকারি হাসপাতালে পাঁচ জন এবং বাড়িতে একজন মারা গেছেন ।

এমকে


 


মন্তব্য
জেলার খবর