পরিবেশ ধ্বংস করে উন্নয়ন টেকসই হবে না

০৬ জুন ২০২১

টেকসই উন্নয়নের জন্য অবশ্যই পরিবেশ ও প্রতিবেশকে প্রাধান্য দিতে হবে বলে মনে করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তার মতে, পরিবেশ ধ্বংস এবং পৃথিবীর ভারসাম্য নষ্টে মাধ্যমে করা উন্নয়ন টেকসই হবে না। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ও স্থপতি শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার  বিকালে এ সভার আয়োজন করে বাংলাদেশ স্থপতি ইন্সিটিউট।

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, সরকার গ্রামকে শহরে রুপান্তরিত করার উদ্যোগ নিয়েছে। এ রূপান্তর এমনভাবে করতে হবে যাতে গ্রামের বৈচিত্র্য বিনষ্ট না হয়। ক্লাস্টার পদ্ধতিতে শহরের সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছে দিতে হবে। এ পদ্ধতি ছাড়া শহরের সব নাগরিক সুযোগ-সুবিধা মানুষের কাছে পৌঁছে দেয়া কঠিন হয়ে যাবে। বাসযোগ্য করে গড়ে তোলা সম্ভব হবে না।

পরিকল্পনাবিদ, স্থপতিসহ সভায় অংশ নেয়া সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে মন্ত্রী বলেন, রাজধানীর আবাসিক এলাকায় রাস্তা, খোলা জায়গা, ড্রেনেজ ব্যবস্থাপনা ও স্যাপটিক ট্যাংক, আশপাশে স্কুল, খেলার মাঠ এবং স্বাস্থ্য সেবা ব্যবস্থা না থাকলে কোনো ভবন করতে দেয়া যাবে না। বাসা বা এপার্টমেন্টে এসবের ব্যবস্থা না থাকলে নগরবাসীকে সেই বাসা ভাড়া অথবা এপার্টমেন্ট না কেনারও পরামর্শ দেন তিনি।

এমকে


মন্তব্য
জেলার খবর