আজ রোববার থেকে ফের আগের দামেই সাধারণ মানুষের কাছে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেলসহ নিত্যপণ্য বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির পরিবেশকদের পাশাপাশি ভ্রাম্যমাণ ট্রাক থেকে এসব নিত্যপণ্য কিনতে পারবেন ক্রেতা। এ বিক্রয় কার্যক্রম চলবে ১৭ জুলাই পর্যন্ত। শনিবার টিসিবির চেয়ারম্যানের দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
টিসিবি জানিয়েছে, প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা দরে বিক্রি করা হবে। সারা দেশে ৪০০টি ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি হবে। এর মধ্যে ঢাকা শহরে ৮০টি, চট্টগ্রাম শহরে ২০টি ট্রাকে বিক্রয় কার্যক্রম চলবে।
প্রসঙ্গত গত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গত ৩০ এপ্রিল থেকে ‘সেবা সপ্তাহ’ কার্যক্রম পরিচালনা করে টিসিবি। সেই কার্যক্রমে গেল ৯ মে পর্যন্ত পণ্য বিক্রি করা হয়।
এমকে