কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি?

০৬ জুন ২০২১

আপাদমস্তক অগণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখে বিএনপি কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? এ প্রশ্ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। প্রশ্ন রাখার পাশাপাশি বলেছেন, দলটি দেশের ইতিহাসে গণতন্ত্রের হত্যাকারী। পরিবেশ দিবস উপলক্ষে শনিবার  এক অনুষ্ঠানে এসব কথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে দলটির পরিবেশবিষয়ক উপকমিটি ।

ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর তীব্র সমালোচনা আর মিথ্যাচারের তীর ছুড়ে এবং দলীয়ভাবে আপাদমস্তক অগণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখেছে তারা। গণতন্ত্র সংক্রান্ত বিএনপি নেতাদের প্রদত্ত বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নাকি গণতন্ত্রের জন্য লড়াই করছে, কর্মীরা প্রাণ দিচ্ছে। সর্বশেষ জাতীয় প্রেস ক্লাবে তাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের চেয়ার ছোড়াছুড়ি দেশবাসী দেখেছে! এভাবেই কী তারা গণতন্ত্রের জন্য লড়াই করছে?’ নির্বাচনের নামে বিএনপি  নির্বাচনের কফিনে বারবার গণতন্ত্রকে লাশ বানিয়েছিল বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বন ও পরিবেশবিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার বজলুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতারা।

এমকে

 


মন্তব্য
জেলার খবর