ভোগ-এর প্রচ্ছদে মালালা

০৬ জুন ২০২১

অ্যক্টিভিস্ট ও বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার জয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাই ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের জুলাই ইস্যুর প্রচ্ছদ কন্যা হয়েছেন। 

লাল-সাদা-নীল রঙের পোশাকে একদম নিখাদ পাকিস্তানি কন্যার সাজে সেজেছেন তিনি। তার পরনে সালোয়ার কামিজ, মাথা ওড়না দিয়ে ঢাকা। 

মালালা বলেন, আমি সবাইকে একটা কথাই বলতে চাই, প্রত্যেকের সংস্কৃতির মধ্যে থেকেও নিজস্ব কণ্ঠস্বর প্রকাশ করতে পারলে তবেই বৈষম্যহীন পরিবেশ তৈরি করা সম্ভব।

ইয়াহু নিউজ


মন্তব্য
জেলার খবর