বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে সিংহভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর। সেই সঙ্গে দেখা গেছে তিন সূচকের প্রতিটিরই উত্থান। তবে আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন- ৮৫ কোটি ৬৯ লাখ টাকা।
তথ্য বলছে, লেনদেনে অংশ নেওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ১২৬টির আর অপরিবর্তিত থাকে বাকি ৫১টির। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ১৯ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে সাত হাজার ১৬ দশমিক ৭৫ পয়েন্টে, ডিএসইএস ৬ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে এক হাজার ৫০৩ দশমিক ৯৯ পয়েন্টে ও ডিএস-৩০ ৪ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দুই হাজার ৫৯২ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করে।
লেনদেন হয় এক হাজার ২৬৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৩৫২ কোটি ৫৭ লাখ টাকা। বুধবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড শীর্ষে উঠে আসে, ৯৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টির। দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ২৪ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৫৩ দশমিক ৭৮ পয়েন্টে এবং সিএএসপিআই ৪৩ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫৬৬ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ছয় কোটি ছয় লাখ টাকা, লেনদেন হয় ৫৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭ কোটি ২৬ লাখ টাকা।
এমকে