ইসরাইলের জোট সরকারে ফিলিস্তিনি দল

০৬ জুন ২০২১

ইসরাইলের নাফতালি বেনেট ও ইয়ার লাপিডের নেতৃত্বে নবগঠিত জোট সরকারে যোগ দিচ্ছে ইসরাইলে বসবাসরত ফিলিস্তিনিদের দল দি ইউনাইটেড আরব লিস্ট (ইউএএল)।

ইউএএল-এর প্রধান মানসুর আব্বাব ৮ দলের জোট সরকার গঠনে ইতোমধ্যে স্বাক্ষর করেছেন। 

মানসুর আব্বাস বলেন, এই পদক্ষেপ ফিলিস্তিনিদের জীবনযাত্রার মান বৃদ্ধিতে সহায়তা করবে। আমরা দেশে রাজনৈতিক দলের ভারসাম্য পরিবর্তনের জন্য জোট সরকারে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।

আল জাজিরা


মন্তব্য
জেলার খবর