মন্তব্য
তুমুল জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক হাবিব ওয়াহিদের সঙ্গে জুটি হয়ে গান করলো দেশের জনপ্রিয় একজন সংগীতশিল্পী নাজমুস মুনীরা ন্যান্সির মেয়ে মার্জিয়া বুশরা রোদেলা।
ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্যতা রোদেলার। মায়ের পথ ধরে সেও গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে।
হাবিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে রোদেলা গানটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে ফেসবুকে। এই পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করে ন্যান্সি লিখেছেন, ‘অভিনন্দন মা রোদেলা’।