বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী হকার্স লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ মন্তব্য করেন। রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এ সভা হয়।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতার জন্য যত অন্ধকার পথ রয়েছে— সবই চর্চা করেছে এবং করছে। হারানো ক্ষমতা ফিরে পেতে তারা মরিয়া। তাই তারা দেশকে আবারো অন্ধকারের গহিনে নিয়ে যেতে চায়। কিন্তু জনগণ তাদের সেই সুযোগ আর দেবে বলে মনে হয় না। কারণ চিনতে দেরি করলেও এখন তাদের আসল চেহারা জনগণের কাছে স্পষ্ট।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িকতা, ভারত বিরোধিতা, ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার, মিথ্যাচারে এখন হালে পানি পাচ্ছে না তারা। তাদের ষড়যন্ত্র থেমে নেই। দেশ-বিদেশে চলছে নানান ষড়যন্ত্র। ক্ষমতার জন্য স্বাধীন রাষ্ট্রকেও দুর্বল করতে চায় তারা। সরকারের বিরুদ্ধাচরণ করতে গিয়ে দেশ ও জাতির বিরুদ্ধাচরণ করছে। সরকারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অচল ও অন্তঃসারশূন্য এবং ঢালাও অভিযোগ আনছে। সরকারের সমালোচনা করতে গিয়ে এখন সত্য প্রকাশ করতেও ভুলে গেছে বিএনপি। আওয়ামী হকার্স লীগের আহবায়ক এস এম জাকারিয়া হানিফ এ সভায় সভাপতিত্ব করেন।
এমকে