মন্তব্য
পূর্ব জেরুসালেমের শেখ জারাহ বসতি থেকে উচ্ছেদের প্রতিবাদ করায় ইসরাইলি পুলিশের হাতে গ্রেফতার হওয়া দুই ভাইবোন মুনা আল কুর্দ ও মোহাম্মদ আল কুর্দের বাবা নাবিল আল কুর্দ বলেন, ইসরাইলি পুলিশ কাউকে মত প্রকাশ করতে দিতে চায় না। তারা আমাদেরকে চুপ করিয়ে দিতে চায়।
তিনি বলেন, পুলিশ শেখ জারাহতে আমাদের বাড়িতে হানা দেয়। তারা মুনা আল কুর্দকে গ্রেফতার করে নিয়ে যায় এবং মোহাম্মদ আল কুর্দকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেয়। যাওয়ার সময় আমাদের সন্তানরা বলে যায়, ভয় পাবেন না। তাদের গ্রেফতারের কারণ হলো-নিজ বাড়ি ছেড়ে চলে যেতে না চাওয়া।
আল জাজিরা ও এপি