ভেল্লাগাভিতে কেউ জুতা পরে না!

০৭ জুন ২০২১

দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কোদাইকানালের পাহাড়ের কোলে অবস্থিত গ্রাম ভেল্লাগাভি।

গ্রামটিতে কেউ জুতা পরেন না । এটাই এই গ্রামের বিশেষত্ব। গ্রামটি প্রায় ৩০০ বছরের পুরোনো। 

গ্রামটিতে- পৌঁছানোর পথ বেশ দুর্গম। প্রায় ১০০টি পরিবার বাস করে। ২৫টি মন্দির রয়েছে। ১৫০ জন মানুষ বাস করেন। 

কলকাতা ২৪


মন্তব্য
জেলার খবর