দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৮ জন মারা গেছেন, করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৬৭৬ জনের; পাশাপাশি সুস্থ হয়েছেন এক হাজার ৮৯৭ জন করোনা রোগী। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে আট লাখ ১০ হাজার ৯৯০ জনের। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ৮৩৯ জন।সুস্থ হয়েছেন সাত লাখ ৫১ হাজার ৩২২ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৬০ লাখ ৪৯ হাজার ৮৭৩টি। শনাক্তের হার ১৩ দশমিক ৪১।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৫২৯টি, পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৬১৩টি। শনাক্তের হার ১০ দশমিক ৭৩।মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ১৩ জন। বিভাগ ভিত্তিক ঢাকা ও রাজশাহীতে চার জন করে, চট্টগ্রামে১২ জন, খুলনায় ছয় জন, বরিশালে একজন, সিলেট ও ময়মনসিংহে তিন জন করে ও রংপুর পাঁচ জন। সরকারি হাসপাতালে ৩১ জন, বেসরকারি হাসপাতালে ছয় জন আর বাড়িতে একজন মারা গেছেন।
এমকে