আফগানিস্তানে ফের অপ্রতিরোধ্য তালেবান

০৭ জুন ২০২১

আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণার পর থেকেই আবার সক্রিয় হতে শুরু করেছে তালেবানরা। 

পূর্ব নূরস্তানের দো আব জেলা রাতারাতি দখল করে নিয়েছে তারা। গত শুক্রবার দক্ষিণ জাবুলের শিংকাই, সংলগ্ন গজনির দেহ ইয়াক এবং পার্শ্ববর্তী দাইকুন্দি প্রদেশের গিজাব জেলারও নিয়ন্ত্রণ নেয় তারা।

তালেবানরা এখন নওরাগম অঞ্চলের দিকে এগিয়ে চলছে। যেটি নূরস্থানকে পাঞ্জশির প্রদেশের সঙ্গে যুক্ত করার একটি কৌশলগত জেলা। 

আরব নিউজ


মন্তব্য
জেলার খবর