হ্যারি-মেগানের ঘরে নতুন অতিথি

০৭ জুন ২০২১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান্তা বারবারা হাসপাতালে ৪ জুন রাতে প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেলের ঘর আলোকিত করে মেয়ে শিশু জন্ম গ্রহণ করেছে।

দ্বিতীয় সন্তানের নাম লিলিবেট (লিলি) ডায়নামাউন্টব্যাটেন-উইন্ডসর।

দাদীর নামের অংশের সঙ্গে মিলিয়ে তার ডাকনাম লিলিবেট রাখা হয়েছে। মধ্য নাম ডায়না রাখা হয়েছে তার আদরের মৃত দাদীর সম্মানে।

বিবিসি 


মন্তব্য
জেলার খবর