অন্তরঙ্গতা মানে যৌনতা নয় : নুসরাত

০৭ জুন ২০২১

অভিনেত্রী ও  তৃণমূল সাংসদ নুসরাত জাহান  ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, আমার কাছে অন্তরঙ্গতা মানে যৌনতা নয়, সততা। ‘যখন কেউ নিজে বোঝেন যে তার জীবনের সত্যিটা কাউকে বলা যায়, তখন তার সামনে দাঁড়িয়ে নিজেকে মেলে ধরা যায়। তার অভিব্যক্তি দেখে যদি নিজেকে সুরক্ষিত মনে হয় তবেই তা অন্তরঙ্গতা।’

৫ জুন নুসরাতের স্বামী নিখিল জানিয়েছিলেন, আমি আর নুসরত ৭ মাস ধরে আলাদা থাকছি, আমার জীবনে ওর কোনও জায়গা নেই। এর আগেও নুসরাতের মা হওয়ার খবর প্রকাশিত হলে নিখিল জানিয়েছিলেন, ওই সন্তানের বাবা তিনি নন।

আনন্দবাজার


মন্তব্য
জেলার খবর