মন্তব্য
ইসরাইলের রাজনৈতিক ক্ষমতায় পরিবর্তনকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা।
ইসরাইলের পার্লামেন্টে এ সপ্তাহেই নতুন সরকার গঠিত হতে পারে, যার মধ্য দিয়ে আবসান হতে পারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ শাসনের। ইসরায়েলে ক্ষমতার পালাবদলের জন্য ইতোমধ্যে নতুন সরকার গঠন করতে আটটি বিরোধী দল মিলে জোট গঠন করেছে।
সিন বেট নিরাপত্তা বাহিনীর প্রধান নাদাভ আরগামান এক বিবৃতিতে বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা সহিংসতা ও উসকানিমূলক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে বেশ কিছু লক্ষণ দেখতে পেয়েছি।'
রয়টার্স