১০ দিন বাড়লো বিধিনিষেধের মেয়াদ

০৭ জুন ২০২১

করোনার বিস্তার রোধে সরকার আরোপিত বিধিনিষেধের  (লকডাউন) মেয়াদ ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আগের মেয়াদ শেষ হওয়ার দিন রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনা সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা জেলার জেলা প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট এলাকায় করোনার সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।  এদিকে সংক্রমণ ৫ শতাংশে না নামা পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর কথা অনেক আগেই জানিয়েছিল জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্ধিত সময় সব পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র  এবং জনসমাবেশপূর্ণ সামাজিক অনুষ্ঠান (বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে। খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত বিক্রি ও সরবরাহ করতে পারবে এবং আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দেয়া যাবে। আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে।  যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক ব্যবহারসহ  করোনার স্বাস্থ্যবিধি মানতে হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর