মন্তব্য
পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৮৬ ভাগ হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছরের জুন মাসে এ সেতু উদ্বোধন করা হবে। রোববার সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আশাবাদ ব্যক্ত করেন। রাজধানীর সেতুভবনে সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে এ সভা হয়।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসের জন্যই স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ পর্যায়ে। পদ্মা সেতু বাইরে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সার্বিক অগ্রগতি ৬৯ ভাগ হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী। সভায় বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন ওবায়দুল কাদের। সভায় প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
এমকে