ইকুয়েডরে প্রবল বৃষ্টিপাত, ভূমিধসে নিহত অন্তত ২৪

০৩ ফেব্রুয়ারী ২০২২

ইকুয়েডরের কুইটোতে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনায় অন্তত ২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন ৪৭ জন। কুইটোর মেয়র সান্তিয়াগো গার্ডেরাস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

 

তিনি বলেন, সোমবার ৭৫ হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানীতে সর্বশেষ ২০০৩ সালে একই ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এদিকে, ইকুয়েডরের বিভিন্ন জায়গায় বর্তমানে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এতে করে সেসব এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং শত শত বাড়িঘর ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। কুইটোতে কাদামাটির পুরু স্তরের নিচে চাপা পড়ে আছে রাস্তাঘাটসহ অনেক বাড়িঘর। দুই দশকের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে দক্ষিণ আমেরিকার দেশটি।

 

টানা বৃষ্টির ফলে ভয়াবহ ভূমিধস হয় রাজধানী কুইটোর উত্তরাঞ্চলে। পাহাড়ি এলাকা থেকে পাথর গড়িয়ে পড়ে নিম্নভূমিতে। বিধ্বস্ত হয় বেশ কয়েকটি বাড়িঘর। উপড়ে পড়ে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। এখনও বর্ষণ অব্যাহত উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকায়।


মন্তব্য
জেলার খবর