বৃষ্টি হতে পারে বিভিন্ন স্থানে

০৭ জুন ২০২১

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলে এসেছে মৌসুমি বায়ু। এর প্রভাবে গতকাল রোববারের মতো আজ সোমবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে রোববার এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিভিন্ন স্থান হিসেবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল,  চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও  খুলনা বিভাগের কিছু কিছু জায়গার কথা স্পষ্ট করা হয়েছে। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হলেও দেশের পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে, ১০০ মিলিমিটার। এর বাইরে চট্টগ্রামে ৯৮, সন্দ্বীপে ৯৭, পটুয়াখালীতে ৯১, ফেনীতে ৮২, কক্সবাজারে ৭৬, কুতুবদিয়ায় ৬১, মাইজদীকোটে ৫১, চাঁদপুরে ৫০, ভোলা ও  রাঙামাটিতে ৪৫, কুমিল্লায় ৪২,  বগুড়ায় ২৬, ফরিদপুরে ২৫, টাঙ্গাইলে ২১, কুমারখালীতে ১৭, ঢাকায় ১৬, শ্রীমঙ্গলে ১৪, সাতক্ষীরা ও গোপালগঞ্জে ১৩, বরিশালে ১২,  নিকলিতে ১১, রাজশাহী ও মাদারীপুরে ১০, খুলনা ও তাড়াশে ৯, যশোরে ৬, চুয়াডাঙ্গায় ৫,  রাজারহাট ও ঈশ্বরদীতে ৩, খেপুপাড়া ও সিলেটে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।     

এমকে

 


মন্তব্য
জেলার খবর