ইমরুলের করোনা নেগেটিভ

০৭ জুন ২০২১

করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের বাহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। রোববার করোনা পরীক্ষার তার রিপোর্ট নেগেটিভ আসে। ২৮ মে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। 

প্রথমবার করোনা পরীক্ষার পর আরো তিনবার করোনা পরীক্ষা করান তিনি। মোট চারবারের পরীক্ষায় মোট তিনবার করোনা পজেটিভ আসে তার। করোনা পজেটিভ হওয়ার কারণে ঢাকা প্রিমিয়ার লিগে খেরতে পারেননি। এবারের আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে দর পেয়েছিলেন। করোনামুক্ত হওয়ায় আবারও শীঘ্রই দলে যোগদান করবে। 

ইতোমধ্যে তিন ম্যাচ খেলেছে তার দল শেখ জামাল। মাত্র একটিতে দলটি। আর বাকি দুই ম্যাচে জয়ের দেখা পায়নি। ইমরুল কায়েস দলে ফিরলে দলটি আরো শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। 


মন্তব্য
জেলার খবর