মেয়াদউর্ত্তীণ কমিটিতে আস্থা নেই নেতাকর্মীদের

০৭ জুন ২০২১

নড়াইল প্রতিনিধি


নড়াইল জেলা বিএনপির মেয়াদউর্ত্তীণ কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে এ দাবি জানানা তারা। বলছেন, মেয়াদউর্ত্তীণ কমিটিতে তাদের আস্থা নেই। জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ইশতিয়াক হোসেন মঞ্জুসহ দলীয় নেতাকর্মীদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ২০১৭ সালের ৬ ডিসেম্বরে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সভাপতি এবং মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে  দ্বি-বার্ষিক এ কমিটি ঘোষণা করা হয়।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, কেন্দ্র ঘোষিত কোনো কর্মসূচী পালনে জেলা বিএনপির সভাপতি-সম্পাদকের দেখা পাওয়া যায় না। এছাড়া জেলা বিএনপির কার্যালয় থাকলেও খোলা হয় না। এতে দল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তারা জানান, প্রায় দেড় বছর আগে কমিটির মেয়াদ শেষ হলেও নতুন কমিটি গঠিত হয়নি। এতে ত্যাগী নেতারা দীর্ঘদিন ধরে কোনো মূল্যায়ন পাচ্ছেন না। তাছাড়া স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ছাড়াই প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গত ১৮ মে তিনটি উপজেলা ও পৌর বিএনপিসহ সাতটি শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে সই করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তারা। নিজস্ব লোক দিয়ে এসব কমিটি গঠন করায় দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ কমিটি ঘোষণার পর ২২ মে কালিয়া এলাকায় বিশ্বাস জাহাঙ্গীর আলম ও মনিরুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, যোগ্যদের নিয়েই সাতটি শাখার আহবায়ক কমিটি করা হয়েছে। বর্তমান পরিবেশ পরিস্থিতির কারণে এবং পুলিশি বাঁধায় দলীয় অনেক কর্মসূচী করতে পারি না। কার্যালয় খুলতে গেলে পুলিশ বাঁধা দেয়। তারপরও আমরা অনেক কর্মসূচী পালন করে থাকি। এছাড়া নেতাকর্মীদের নামে মামলাসহ বিভিন্ন বিপদে আমরা (সভাপতি ও সম্পাদক) সবসময় তাদের (নেতাকর্মী) পাশে থাকার চেষ্টা করি। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, সাতটি আহবায়ক কমিটিতে যোগ্যদেরই মূল্যায়ন করা হয়েছে। তাদের অভিযোগ ঠিক নয়।



ফরহাদ খান/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর