চট্টগ্রাম প্রতিনিধি
বাবুনগরীর নেতৃত্বে হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জায়গা হয়নি নারীকাণ্ডে সমালোচিত সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হকসহ বিতর্কিত নেতাদের। নতুন কমিটিতে সহকারি মহাসচিব পদে জায়গা হয়েছে সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর বড় ছেলে ইউসুফ মাদানীর। ৩৩ সদস্যের এ কমিটির মহাসচিব করা হয়েছে হাফেজ নুরুল ইসলামকে। সোমবার (৭ জুন) ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন হেফাজতের নতুন মহাসচিব।
কমিটির বাকি সদস্যরা হলেন- নায়েবে আমির আতাউল্লাহ হাফেজ্জী, আবদুল হক মোমেননশাহী, সালাহ উদ্দিন নানুপুরী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মুহিব্বুল হক (গাছবাড়ী, সিলেট), ইয়াহইয়া, আব্দুল কুদ্দুস (ফরিদাবাদ মাদরাসা), তাজুল ইসলাম, মুফতি জসিমুদ্দীন (হাটহাজারী মাদরাসা)। যুগ্নমহাসচিব হলেন সাজেদুর রহমান (বি-বাড়িয়া), আবদুল আউয়াল (নারায়ণগঞ্জ),লোকমান হাকিম (চট্টগ্রাম),আনোয়ারুল করীম (যশোর),আইয়ুব বাবুনগরী। সহকারী মহাসচিব পদে আরেকজন হলেন জহুরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মীর ইদরিস (চট্টগ্রাম), অর্থ সম্পাদক মুফতি মুহাম্মদ আলী মেখল, সহঅর্থসম্পাদক মুফতি হাবীবুর রহমান কাসেমী (নাজিরহাট) ও প্রচার সম্পাদক মুহিউদ্দীন রাব্বানী (সাভার, ঢাকা) ও সহ-প্রচার সম্পাদক মাওলানা জামাল উদ্দিন কুড়িগ্রাম। দাওয়াহ বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম সোবহানী, সহদাওয়াহ বিষয়ক সম্পাদক ওমর ফারুক (নোয়াখালী)। সদস্য-মুবারক উল্লাহ (বি-বাড়িয়া),ফয়জুল্লাহ (পীর সাহেব মাদানী নগর), ফোরকান উল্লাহ খলীল (দারুল মাআরিফ, চট্টগ্রাম), মুশতাক আহমদ (খুলনা), রশীদ আহমদ (কিশোরগঞ্জ),আনাস (ভোলা) ও মাহমুদুল হাসান ফতেহপুরী, মাহমুদুল আলম পঞ্চগড়।
এদিকে কমিটি থেকে বাদ পড়েছেন সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব জুনায়েদ হাবিবী, মামুনুল হক, নাছির উদ্দিন মুনির, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা জাকারিয়া নোমান ফয়েজী, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, মুফতি হারুন ইজহারসহ নাশকতা, অগ্নিসংযোগসহ নানা বিতর্কে জড়িয়ে পড়া নেতারা। গত বছর শাহ আহমদ শফীর মৃত্যুর পর গত ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে গত এপ্রিলে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে তৎকালীন আমির জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে নতুন করে পাঁচ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
দিলীপ কুমার তালুকদার/এমকে