মন্তব্য
অস্ট্রেলিয়ার দন্ত চিকিৎসক তুষাণ ভিন্দির সঙ্গে ১৪ মে ব্রিসবানে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী ইভলিন শর্মা।
অভিনেত্রী জানিয়েছেন, ‘নিজের সেরা বন্ধুকে বিয়ে করার চেয়ে আর ভালো কোনো অনুভূতি হতে পারে না। দুজন একসঙ্গে জীবন কাটানোর জন্য উৎসুক। আমরা আইনি মতে বিয়ে সারার পরই সেটা উদযাপন করি।
আমরা আমাদের পরিবার এবং বন্ধুদের, আশপাশের সবাইকে খুব ভালোবাসি। তাঁদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে জীবন কাটাতে চাই।'