নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

০৩ ফেব্রুয়ারী ২০২২

নড়াইল প্রতিনিধি:
নড়াইলে মাদক মামলার আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামির নাম রেজাউল মোল্যা। সে যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা পূর্বপাড়ার বাসিন্দা। রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিল।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে ১৩ অক্টোবর নড়াইল সদরের সিংগাশোলপুর দক্ষিণপাড়া থেকে ৫২ বোতল ফেনসিডিলসহ রেজাউল মোল্যাকে আটক করে পুলিশ। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। স্বাক্ষ্য-প্রমাণ ও যুক্তি-তর্ক শেষে আদালতে তাকে দোষী সাব্যস্ত করেন।

 

ফরহাদ খান/ এমকে

 

 

 

 


মন্তব্য
জেলার খবর