নির্মাতাদের সঙ্গে দ্বিমুখী সম্পর্ক হয়নি : পরিণীতি

০৮ জুন ২০২১

অভিনেত্রী পরিণীতি চোপড়া জানিয়েছেন, ‘অনেকগুলো ছবি গত পাঁচ বছরে আমার মুক্তি পেয়েছে। আমি যে কাজগুলো করেছি, সেগুলো নিয়ে ততটা খুশি নই। আমার নিজের মধ্যে বিশ্বাস ছিল; কিন্তু ফিল্মমেকাররা যেগুলো নিয়ে আমার আগ্রহ সেগুলো আমাকে অফার করে না। আমি পুরোপুরি মন থেকে ছবিগুলোর জন্য স্বাক্ষর করতাম না। আমি অসন্তুষ্ট ছিলাম। আমি চিরকাল তিন পরিচালকের কাছে কৃতজ্ঞ থাকব- অমল গুপ্তা (সাইনা), দিবাকর বন্দ্যোপাধ্যায় (সন্দীপ ঔর পিঙ্কি ফারার) এবং ঋভু দাশগুপ্ত (দ্য গার্ল অন দ্য ট্রেন)’।

তিনি কখনো পরিচালককে কোনো দৃশ্য সংশোধন করতে বলেছিলেন, যা সম্পর্কে তিনি বিশ্বাসী ছিলেন, সেই প্রশ্নের জবাবে পরিণীতি বলেছিলেন, ‘এমনটা হলে ছবিগুলো আরো ভালো হয়ে উঠত (হাসি)। নির্মাতাদের সঙ্গে দ্বিমুখী সম্পর্ক হয়নি। তবে অনেক ক্ষেত্রেই এমন হয়েছে আমি ছবিটা খারাপ হবে বুঝতে পেরে মন খারাপ করে বাড়ি ফিরেছি।'


মন্তব্য
জেলার খবর