মন্তব্য
ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের তিকরি গ্রামে মদ্যপ অবস্থায় বিয়ে করতে গিয়েছিলেন হবু বর। বরযাত্রীর সঙ্গে যাওয়া তার বন্ধুরাও মদ্যপ ছিলেন। তাদের আচরণও ছিল খুবই অসংলগ্ন।
বিষয়টি প্রথমে পাত্তা দেননি কনেপক্ষের লোকেরা। কিন্তু মালা বদলের সময় ঘটে বিপত্তি। কনের অভিযোগ, তখন সকলের সামনে নাচার জন্য হবু বউকে জোর করতে থাকেন মদ্যপ বর। বহুবার বললেও কথা শোনেননি তিনি। বরং উল্টো জেদ করেন।
হবু স্বামীর এই অবস্থা দেখে ক্ষেপে যান কনে। স্পষ্ট জানিয়ে দেন, মাতাল ওই যুবককে বিয়ে করবেন না তিনি।
জি নিউজ