মন্তব্য
নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কিববেই প্রদেশের ডানকো-ওয়াসাগু জেলার পাশাপাশি সাতটি গ্রামে গরু চুরি করতে গিয়ে অন্তত ৬৬ জনকে হত্যা করেছে একদল সশস্ত্র গরু চোর।
হামলাকারীরা মোটরসাইকেলে এসে ডানকো জেলার পার্শ্ববর্তী সাত গ্রামে হামলা চালায়। হামলাকারীরা কোরো, কিমপি, গায়া, ডিমি, জুতু, রাফিন গোরা এবং ইগুয়েঙ্গে গ্রামে এ হামলা চালায়।
দ্য গার্ডিয়ান