হামাসের হুমকিতে পিছু হটলো ইসরাইল

০৮ জুন ২০২১

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হুমকির মুখে জেরুজালেমের পবিত্র আল-কুদস শহরে পতাকা মিছিল বাতিল করেছে উগ্রপন্থী ইহুদিরা। 

১০ জুন আল-কুদস শহরে পতাকা মিছিল করার ঘোষণা দেয়ার পরপরই তা প্রতিরোধের ঘোষণা দেয় হামাস।

হামাস নেতা খলিল আল হাইয়্যা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পবিত্র আল-কুদস শহরে ইহুদিদের পতাকা মিছিল করতে দিতে পারি না। যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পর দখলদার ইহুদিরা ফের মাথাচাড়া দিয়েছে। তাদেরকে আল-কুদসে প্রতিরোধ করা হবে। যদি তারা পতাকা মিছিল কর্মসূচি প্রত্যাহার না করে তবে নতুন করে সংঘাত শুরু হবে।’

আল-জাজিরা


মন্তব্য
জেলার খবর