নিরাপত্তা সঙ্কটে রাশিয়ার পাশে থাকবে চীন

০৩ ফেব্রুয়ারী ২০২২

চীনে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চলতি সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পশ্চিমাদের সঙ্গে নিরাপত্তা উদ্বেগের ব্যাপারে সমর্থন জানাবেন পুতিনকে। বুধবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

 

আগামীকাল শুক্রবার (৪ ফেব্রুয়ারি) অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং সফরে যাচ্ছেন পুতিন। ন্যাটো নেতারা যখন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখন ক্রেমলিনের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, পুতিন ও শি জিনপিং বৈশ্বিক নিরাপত্তার ব্যাপারে একসাথে কাজ করবেন।

 

এদিকে, চীন নিরাপত্তা গ্যারান্টির জন্য রাশিয়ার দাবিকে সমর্থন করে জানিয়ে ক্রেমলিনের শীর্ষ বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, তাদের আলোচনা একটি ঐতিহাসক আন্তর্জাতিক সম্পর্কে পরিণত হবে। একটি নতুন যুগে প্রবেশের বিষয় হিসেবে উভয়ে এক যৌথ বিবৃতি তৈরি করছে। এটি নিরাপত্তা বিষয়ে দুই দেশকে একসাথে কাজ করার নজির স্থাপনে ভূমিকা রাখবে।

 


মন্তব্য
জেলার খবর