করোনা শনাক্তে ড্রোন

০৮ জুন ২০২১

মালয়েশিয়ার পুলিশ কোভিড-১৯ প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে উচ্চ তাপমাত্রার লোকদের শনাক্ত করতে ড্রোন ব্যবহার করছে।

ড্রোনগুলো ২০ মিটার উপরে উচ্চতর তাপমাত্রা শনাক্ত করতে পারে, কর্তৃপক্ষকে সতর্ক করার জন্য একটি লাল আলো নির্গত করে।

গত বছর ড্রোনগুলো হ্যান্ড সানাইটিসারের স্প্রে করতে এবং নাগরিকদের বাড়িতে থাকতে বলার জন্য ব্যবহার করা হয়েছিল।

বার্নামা ও দ্য গার্ডিয়ান


মন্তব্য
জেলার খবর