বিদেশে টাকা পাচারকারীদের তালিকা নিজের কাছে নেই উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, তাদের তালিকা দিন।এ কাজটি করলে আমাদের জন্য সহজ হবে। সোমবার সংসদে সরকারি দলের বাইরের একাধিক সংসদ সদস্যের অর্থপাচার সংক্রান্ত সমালোচনার প্রতিউত্তরে এ কথা বলেন।
চলতি অর্থবছরের সম্পুরক বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাব দেয়ার সময় বিদেশে টাকা পাচার, পুঁজিবাজারের অব্যবস্থাপনাসহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সমালোচনা করেন ওই সব সংসদ সদস্য।
অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষের কষ্টে অর্জিত টাকা বিদেশে চলে যাবে, আপনাদের যেমন লাগে, আমারও লাগে। আমরা সবাই চাই এগুলো বন্ধ করতে হবে, বন্ধ হচ্ছে। অবস্থা আগের মতো নেই উল্লেখ করে বলেন, আগে একটার নাম করে আরেকটা আসতো। আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং আগের মতো হয় না। একদম বন্ধ হয়ে গেছে বলবো না, পত্রপত্রিকায় দেখতে পাই না। তিনি জানান, অদক্ষ ব্যবস্থাপনা, অকার্যকর সিস্টেমের জন্য এগুলো হয়। এগুলো বন্ধে আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে ১৫টি আইন করা হবে।
ছাঁটাই প্রস্তাব নিয়ে কথা বলেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ, বিএনপির আরেক সদস্য রুমিন ফারহানা, জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, জাতীয় পার্টির রওশনসহ বেশ কয়েক জন সংসদ সদস্য।
এমকে