যক্ষ্মায় মৃত্যু করোনার দ্বিগুনের বেশি

০৮ জুন ২০২১

দেশে গত এক বছরে করোনার তুলনায় দ্বিগুনের বেশি মারা গেছেন যক্ষ্মা রোগী। তবে সঠিকভাবে চিকিৎসা নিলে এবং সচেতন থাকলে এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম। করোনার চেয়ে যক্ষ্মায় বেশি মৃত্যুর তথ্যটি তিনিই জানিয়েছেন।

অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম জানান, দেশে দেড় বছরের বেশি সময়ে  ১২ হাজার ছাড়িয়েছে করোনা রোগীর মৃত্যুর সংখ্যা।  অপরদিকে গত একবছরে ২৮ হাজার যক্ষ্মা রোগী মারা গেছেন। বর্তমান সরকার এ রোগের চিকিৎসায় বিভিন্ন আধুনিক যন্ত্রপাতিসহ তা প্রতিরোধে সব ব্যবস্থা নিয়েছে।

সোমবার  জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এক সেমিনারে যক্ষ্মা থেকে নিরাপদ থাকার ওই পরামর্শ দেয়াসহ এসব কথা বলেন। কুমিল্লা বিশ্বরোড ব্র্যাক কার্যালয়ে জেলা সিভিল সার্জন অফিসের প্রকল্প বাস্তবায়ন নিয়ে এ সেমিনার হয়।

এমকে

 


মন্তব্য
জেলার খবর