সময় হলেই আন্দোলন

০৮ জুন ২০২১

সরকার পতনে দেশে এখনো আন্দোলনের ডাক দেয়ার সময় আসেনি, সময় হলেই আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ‍বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘আন্দোলনের প্রাণশক্তি’হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন।

দৃঢ়তার সঙ্গে বিএনপি মহাসচিব বলেন, রাজপথে গণঅভ্যুত্থানে অবশ্যই সরকার পরাজিত হবে। ছাত্র-শ্রমিক-যুবক-তরুণদের সংগঠিত করে তাদের নেতৃত্বে রাজপথে গণঅভ্যুত্থান হবে। ছাত্র-যুবকরা মাঠে না নামলে সফলতা কঠিন। জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলতে পারলে অবশ্যই সফল হওয়া যাবে।মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া হচ্ছেন সেই ব্যাবিলনের বংশীবাদক, যার বাঁশি না বাজলে মানুষ বের হয়ে আসে না।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম শীর্ষক এ সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, ড্যাবের মহাসচিব আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম, শহীদ হাসান, মেহেদী হাসান, জহিরুল ইসলাম শাকিল, কাজী মাজহারুল ইসলাম দোলন প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর