মন্তব্য
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা সাপেক্ষে একটি পদে মোট ৯ জনকে নিয়োগ দেয়া হবে। অনলাইনের মাধ্যমে পদগুলোতে আবেদন করা যাবে। আগামী ২৪ জুন পর্যন্ত আগ্রহীদের আবেদন করার জন্য বলা হয়েছে।
বাংলাদেশের নাগরিক যে কেউ এ পদের জন্য আবেদন করতে পারবেন। এ পদগুলোতে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও অন্যান্য শর্তাবলি বিজ্ঞপ্তিতে অনলাইনে জানানো হয়েছে। প্রার্থীর বয়স আগামী ২৪ জুন পর্যন্ত ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
আগ্রহীরা (https://erecruitment.bcc.gov.bd/) এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে ২৪ জুনের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন।