আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের দাম বেড়েছে, গমের দাম বাড়াতে মানুষ চাল বেশি খাচ্ছে। আর দেশের মানুষের খাওয়ার সময় আগের চেয়ে বৃদ্ধি পাওয়ায় বেড়েছে চালের চাহিদা। এসব কারণেই আমনের ফলন ভালো হওয়ার পরেও চালের দাম বেড়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এক সভায় চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে এমন কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। রাজধানী ঢাকায় সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়৷ অতি উচ্চ ফলনশীল হাইব্রিড ও হাইব্রিড জাতের ধানের আবাদ বৃদ্ধি সংক্রান্ত সরকারি-বেসরকারি স্টেকহোল্ডারদের নিয়ে এ সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ৷
কৃষিমন্ত্রী জানান- দেশে এক সময় যারা একবার খেতেন, তারা এখন দুই বার খেতে পাচ্ছেন। যারা দুই বার খেতেন, তারা এখন তিন বার খেতে পারছেন। এ কারণে চাহিদা বেড়েছে। আগামী দুই-এক বছরের মধ্যে চাহিদা অনুযায়ী উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
আগে চালের দাম কম থাকার বিষয়ে তিনি বলেন, গত ২০১৭ সাল পর্যন্ত সে রকমভাবে চাল আমদানি করতে হয়নি সরকারকে। বেসরকারিভাবে কিছু সরু চাল আমদানি করা হয়েছিল। বন্যার কারণে বিদেশ থেকে আমদানি শুল্ক কমিয়ে দেওয়ায় চালের দাম কমতে থাকে।
মন্ত্রী আব্দুর রাজ্জাক জানান, উৎপাদন বাড়াতে কৃষককে কম দামে সার ও বীজ দেওয়া হবে। উচ্চ ফলনশীল ধানের জাতগুলো কৃষকের কাছে যাতে নিয়ে যাওয়া হবে, একটা রোডম্যাপ করে এ বিষয়ে এগোতে হবে। উচ্চফলনশীল জাত মাঠে নিয়ে যেতে পারলে উৎপাদন বৃদ্ধিতে বৈপ্লবিক ভূমিকা রাখবে।
এমকে