রেললাইনে পড়েছিল নিখোঁজ সিএন্ডএফ কর্মকর্তার লাশ

০৮ জুন ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে নিখোঁজের একদিন পর গোলাম মোহাম্মদ (৬২) নামের এক সিএন্ডএফ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সীতাকুণ্ডের ভাটিয়য়ারীর টোবাকো গেট এলাকায় ভাটিয়ারী বিএমএ স্কুলের পিছনে রেললাইন পড়ে থাকা লাশটি মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়। গোলাম মোহাম্মদের পা দুটি ভাঙা ও মাথায় আঘাতের চিহ্ন রযেছে। তিনি নোয়াখালীর সেনবাগ থানার কাদরা গ্রামেরমুছা মিয়ার ছেলে।

 

গোলাম মোহাম্মদের শ্যালক মোঃ তাহের বলেন, আমার দুলাভাই গতকাল (সোমবার) সকালে হালিশহর ফইল্লাতলি এলাকার বাসা থেকে অফিসের উদ্দেশ্য বের হয়েছিলেন। এরপর থেকে তার কোন খবর পাচ্ছিলাম না, মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে হালিশহর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। আজ সকালে রেলওয়ে পুলিশের মাধ্যমে জানতে পারি ভাটিয়ারী রেললাইনে উনার লাশ পাওয়া গেছে। এসআই নুরুল হুদা বলেন, লাশ ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর