সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষা আগামী ১১ জুন শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি
কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য পিএসসির ওযেবসাইটে জানানো হয়েছে।
এদিন রাজধানীর ১৭টি কেন্দ্রে একসাথে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত বছর ১ মার্চ এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ২ হাজার ৫শ’ পদের জন্য আবেদন আহ্বান
করা হয়। এ বছরের জানুয়ারি মাসের ২৮ তারিখে নার্স পদে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর ঠিক একমাস পর এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর ১০ এপ্রিল লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে পিএসসি। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ বাড়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়। ৯ মে আবারও পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে পরীক্ষার দিনই তা আবারও স্থগিত করা হয়।
ফের সেই লিখিত পরীক্ষা গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। ১১ জুন লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা এরপর মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।