‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় নমিনেশন পেয়েছেন বাংলাদেশের উইকেটকিপার এই ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
সম্প্রতি শেষ হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছেন তিনি। প্রথম ম্যাচে ৮৪ ও ২য় ম্যাচে ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে তামিমরা।
পরের ম্যাচে অবশ্য বেশিদূর এগাতে পারেননি। ২৮ রান করেই প্যাভিলিয়নের পথ ধরতে হয় তাকে। তাতে কী সিরিজ সেরার পুরস্কার উঠেছিল তার হাতেই। আর তার পুরস্কার হিসেবে আইসিসির মাসসেরার তালিকায় নাম উঠল তার। মুশফিক ছাড়াও মে মাসের সেরাদের তালিকায় নাম উঠেছে পাকিস্তানের হাসান আলি ও শ্রীলঙ্কার প্রভিন জয়াবিক্রমার। এ বছরের শুরু থেকে প্রতি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত করছে আইসিসি।