দ্বিতীয় মেয়াদে থাকছেন গুতেরেস

০৯ জুন ২০২১

২০২২ সালের জানুয়ারি থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য অ্যান্তনিও গুতেরেসকে মহাসচিব হিসেবে নিয়োগ দিতে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদকে সুপারিশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

দ্বিতীয় মেয়াদে মহাসচিব হিসেবে আস্থা রাখায় সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গুতেরেস । দ্বিতীয় মেয়াদে বেশ কয়েকজন প্রার্থী হওয়ার চেষ্টা করলেও পর্তুগালের সাবেক এই প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। 

৭২ বছর বয়সী গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ছিলেন ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত।

রয়টার্স


মন্তব্য
জেলার খবর