মন্তব্য
অধিকৃত পূর্ব জেরুসালেমের শেখ জাররাহ পাড়ার ২৩ বছরের তরুণী মুনা আল-কুর্দ ও তার ভাই মোহাম্মদ আল-কুর্দকে বেশ কয়েক ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় ইসরাইলি পুলিশ ।
মুনা ও তার ভাই মোহাম্মদ ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিবাদ আন্দোলনের মধ্যমণি হয়ে উঠেছেন। পাড়াটিতে শেখ জাররাহ থেকে ফিলিস্তিনি উচ্ছেদের বিরুদ্ধে দেশে-বিদেশে জনমত তৈরিতে তারা প্রধান ভূমিকা রেখেছেন।
ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে সামাজিকমাধ্যমে প্রতিবাদে নেতৃত্ব দিয়েছেন মুনা ও মোহাম্মদ। টুইটার ও ইনস্টাগ্রামসহ সামাজিকমাধ্যমে তাদের সবসময় সরব থাকতে দেখা গেছে। মুনা বলেন, আমাদের ভয় দেখাতে আতঙ্কিত করতে তারা যা-ই করুক না কেন, যতবারই আমাদের গ্রেপ্তার করুক, আমরা ভয় পাই না।